নবীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক-যাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ (১৭-১০৯২) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল এলাকায় পৌঁছামাত্রই অন্য একটি গাড়িকে অভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো-ট (২২-৬৫৫৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় প্রাইভেট কার চালক, মহিলাসহ ৩ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তুহিন চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ দূর্ঘটনার পর পর আমরা তাৎক্ষনিক কারের চালকসহ দুজন পুরুষ এবং একজন মহিলাকে উদ্ধার করে সিলেট প্রেরণ করি। এদিকে পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেরপুর হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply