মোঃ ফারুক মিয়া চুনারুঘাট ।। হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে ঘিরে আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি ও সিসি ক্যামেরায় আওতাভূক্ত ছিল এ বৈশাখী মেলা। ১৫ এপ্রিল, ২রা বৈশাখ রোজ সোমবার চুনারুঘাট পুরো পৌরশহর নিয়ে এক বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলাকে ঘিরে চুনারুঘাট থানা প্রশাসনের ছিল বিশেষ নজরদারি। চুনারুঘাট পৌর শহরে থানার ৬০ জন পুলিশ সদস্য, রিজার্ভ ১২০ জন সহ ডিবির টহল দল মোতায়েন ছিল। বৈশাখী মেলায় চুনারুঘাট উপজেলার কৃষক, শ্রমিক, চাকুরীজীবি, পেশাজীবি, ছাত্র-ছাত্রী ও যুবকদের ঢল নামে। মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য থানা প্রশাসনের ছিল বাড়তি সতর্কতা। মেলা প্রাঙ্গণে পুলিশের ৩টি কন্ট্রোল রুম বসিয়ে ও মেলার বিভিন্ন পয়েন্টে ১০টি সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি জোরদার করা হয়। মেলায় পুলিশের তৎপরতা বৃদ্ধি থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উক্ত মেলায় প্রায় লাখো মানুষের ঢল নেমেছিল। বৈশাখী মেলায় কন্ট্রোল রুমে দেখা যায়- চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হান্নান, চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার, চুনারুঘাট থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর অলক বড়–য়া, এস.আই সজীব দেবরায়, এস.আই হেলাল উদ্দিন, এস.আই মোহাম্মদ মহিন উদ্দিন, এস.আই জাহাঙ্গীর কবির, এস.আই শেখ আলী আজহার, এস.আই হারুন। মেলায় আগতরা জানান, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এ ধরনের ব্যবস্থা গ্রহণ করায় তারা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অন্যদিকে মেলায় কেনাকাটা করতে আসা কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, এবার বৈশাখী মেলায় বাড়তি নিরাপত্তা থাকায় জুয়া খেলা, হাউজি, লটারী, বাম্পার, ইভটিজার, পকেটমার চক্রদের দেখা যায়নি। এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, এ মেলাকে ঘিরে আমাদের আইন-শৃংখলা বাহিনীর বাড়তি সতর্কতা থাকায় দুস্কৃতিকারীরা কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।
Leave a Reply