বানিয়াচং প্রতিনিধি ঃ বানিয়াচঙ্গে অগ্নিকান্ডের ৪টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ওই ৪টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে বানিয়াচঙ্গের গ্যানিংগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুণে পুড়ে যাওয়া দোকানগুলো হল, লিটন এন্টারপ্রাইজ, ইদ্রিস আলীর দোকান, সালমা বেকারি ও নূরানী হোটেল। বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ সামছুল ইসলাম বলেন, গ্যানিংগঞ্জ বাজারের দক্ষিণ অংশে ইদ্রিস আলীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রাথমিক ভাবে ধারণা করছেন তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে।
Leave a Reply