নিজস্ব প্রতিনিধি : নতুন করে আবারো দখল হচ্ছে তারাপুর চা বাগানের মুল্যবান দেবোত্তর সম্পত্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর দুসকী(৩নং কলোনির পাশে),বনকলাপাড়া ও করেরপাড়ার বিভিন্ন অংশে চা গাছ ও টিলা কেটে নতুন করে দোকান কোঠা ও বাসাবাড়ী নির্মান করা হচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তা আমলে না নিয়ে অনেকেই টিলা ও চাগাছ কেটে দখল করছেন ভুমি। নতুন করে আবারো ভুমিদস্যুদের কবলে পড়ায় ক্ষোভ জানিয়েছেন সচেতন এলাকাবাসী তারা বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও দখলদাররা চাগাছ ও টিলা কাটার সাহস কিভাবে পায়? তারা এ ব্যাপারে বাগানের সেবায়েত পংকজ গুপ্তের নিস্ক্রিয়তাকেও খানিকটা দায়ী করে বলেন, যারা টিলা ও চা গাছ কাটছে সেবায়েত তাদের বিরুদ্ধে তড়িৎ একশনে না গিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছেন, এর ফলে পুরো তারাপুর বাগানটাই হয়তো একদিন হারিয়ে যাবে।
এদিকে সেবায়েত পংকজ গুপ্তর ঘনিষ্ট একটি সুত্র জানায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে অবগত করলেও কাঙ্খিত সহযোগিতা না পাওয়ায় নতুন দখলদারদেরকে ঠেকানো যাচ্ছে না।
Leave a Reply