নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে ৪ দফায় । এতে বদলপুর ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত রবিবার দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরের নদীপুর গ্রামের মোটরসাইকেল চালক জ্যোতি লাল দাস (২৫) কে তুচ্চ বিষয় নিয়ে চরবাজারের মুন সিনেমাহলের পাশে মারধোর করে একই এলাকার পিরোজপুরের ও পৌর সভায় কয়েকজন মোটরসাইকেল চালক। এর জের ধরে গতকাল সোমবার বিকাল ৪ টায় জ্যোতিলাল তার প্রতিপক্ষ মোটরসাইকেল চালককে বদলপুর বাজারে পেয়ে মারধোর করে। এরপর বদলপুর ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেন। কিন্তু পিরোজপুর ও সদর পৌরসভার মোটরসাইকেল চালকেরা তা প্রত্যাখান করেন। এ ঘটনার জের ধরে ওই দিন বিকেল সাড়ে ৫ টায় আজমিরীগঞ্জ চরবাজারের মুন সিনেমাহল এলাকায় বদলপুরের বাসিন্দা কয়েকজন আসলে প্রতিপক্ষের মোটরসাইকেল চালকদের সাথে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানার এসআই সমীরণ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহত অবস্থায় বদলপুরের নদীপুর গ্রামের রাহুল দাস, সুনামগঞ্জের দিরাইয়ের বধিতপুরের পরিতোষ দাস ও একই এলাকার শাল্লার আব্দা গ্রামের বিজন দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এরপর বদলপুর ইউপি চেয়ারম্যানসহ মুরুব্বীয়ানরা আহতদের দেখতে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা ৭ টায় তারা পিরোজপুর গ্রামে পৌছলে কয়েকজন মোটরসাইকেল চালক তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ তাদের উদ্ধার করে।
Leave a Reply