নুর উদ্দিন সুমন ঃ- হবিগঞ্জ চুনারুঘাট এনামুল হক মস্তফা শহীদ অডিটোরিয়াম মাঠে শনিবার (১৬মার্চ) ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল । পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে-ঘুরে শিক্ষা উপকরণসমূহ পর্যবেক্ষণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,মোহাম্মদ খোরশেদ আলম, সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকতা, বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন। মেলায় দিনভর ছিল দর্শনার্থীদের শিক্ষক শিক্ষার্থীর উপচে পড়া ভীড় চোখে পড়ার মত। দিন শেষে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা গান,নাচ ও অভিনয় প্রদর্শন করেন। মেলায় চুনারুঘাট সদর, রানিগাও,কাচুয়া,মাধবপুর, শাকির মোহাম্মদ, জারুলিয়া সহ ক্লাস্টার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি ষ্টল দেয়া হয়।এ স্টল সমূহে শিক্ষার বিভিন্ন উপকরণ শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে লেখাপড়ার কাজে ব্যবহৃত বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরন প্রর্দশন করে এবং শিক্ষায় প্রয়োজনীয় এসবের ব্যবহার সর্ম্পকে আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্ষুদে শিক্ষার্থীরা । পরে উপজেলার উপকরণ মেলার সেরা বাচাই পর্বে ৩টি স্টলকে সেরা স্টল ঘোষিত করা হয়।
Leave a Reply