ডেস্ক রিপোর্টঃপঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। এ পর্যন্ত চারধাপে ১২২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ৩১ জন, দ্বিতীয় ধাপে ২৫ জন, তৃতীয় ধাপে ১৮ জন এবং চতুর্থ ধাপে ৪৮ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। প্রার্থিতা প্রত্যাহারের পর এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। মঙ্গলবার স্পিকার সিইসির চিঠি হাতে পেয়েছেন।উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় আছেন। সে হিসেবে তারাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু কয়েকজন এমপি আচরণবিধি না মেনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন রাজশাহী-১, নাটোর-৪ ও নেত্রকোণা-৫ আসনের এমপিকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এ অবস্থায় এমপিরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে অনুরোধ জানিয়ে আচরণবিধিসহ স্পিকারকে একটি চিঠি দেন সিইসি।
এছাড়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদকে পৃথক তিনটি চিঠি দিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।
সুত্রঃ ইত্তেফাক
Leave a Reply