নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যার ১বছর পূর্ণ অপেক্ষায় বিচারের। এক বছর পূর্নতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম পরিষদ। উক্ত দিনটি ব্যবসায়ীরা কালপতাকা নিয়ে দোকানপাট বন্ধরেখে দিনটি পালন করে। সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রথমে শহীদ আকল মিয়ার কবরস্থান জিয়ারত শেষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মধ্যবাজারে সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভা চলে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যকস সদস্য সাজিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ। চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, শিল্পপতি কাউসারুল গণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৪নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম,যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন, বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আউয়াল, প্রিন্সিপাল এ কে আফছার আহাম্মদ তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান, নুর উদ্দিন সুমন, মাওলানা মোসাহিদ আলী , মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, পৌর কাউন্সিলর মরতুজ আলী সরদার, জহুর আলী, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, হবিগঞ্জ ব্যকস সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, বাহুবলের ব্যকস সভাপতি এমএম জলিল, ঐক্য পরিষদের সভাপতি কাদির সরকার, কুদ্দুছ মিয়া মাস্টার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মীর হোসেন, আবুল মহালদার, হাজী ছমির হোসে, আলহাজ্ব রেজাউল করিম মাসুক, আবুল মহালদার, আজগর আলী, হাজী আকরব হোসেন, হাজী দানিছ মিয়া, হাজী আছান উল্লাহ, আবুল কালাম, ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক নাছির উদ্দিন, শফিউল আলম জুয়েল, জাকির হোসেন, মরহুমের পুত্র নাজমুল ইসলাম বকুলসহ উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বক্তারা হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় ব্যকস লাগাতার কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, ১ মার্চ ভোরে হাজী আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডে তার নিজ বাসা থেকে মসজিদে যাবার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে নিহত হন।
Leave a Reply