নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের সৃষ্ট বিরোধ নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হওয়ায় প্রতিপক্ষের হামলার ঘটনায় চুনারুঘাট থানায় মামলা হয়েছে। গত সোমবার হামিদা খাতুন বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। আসামীরা হল মৃত রেজাক মিয়ার ছেলে আফরুজ মিয়া , আফরুজ মিয়ার ছেলে রাজু, নাঈম, নাহিদ, তুহিন মিয়ার স্ত্রী লিজু। আহতরা জানাযায়, আব্দুল মজিদের ছেলে সিরাজ মিয়ার হাস প্রতিপক্ষ আফরুজ মিয়ার পুকুরে যায়, এনিয়ে আফরুজ মিয়ার ছেলে রাজুর সাথে বাকবিতন্ডা হয় সিরাজের । সৃষ্ট বিরোধ নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করা হয় এবং বিচার চাওয়া হয়। কেন চেয়ারম্যানকে বিচার দেয়া হল আক্রোশ্বান্বিত হইয়া বাড়িতে এসে রাজু মিয়ার নেতৃত্বে উল্লেখিতরা বাড়িত এসে তাদেরকে পিঠিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সিরাজ মিয়া (৩০) শাহ আলম(১৭), আছমা খাতুন (২৫), লাভলী (২৫), হামিদা (৬০)। ঘটনাটি ঘটেছে গত রবিবার উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে। মামলা সুত্র জানায় তুহিন মিয়ার স্ত্রী লিজু বেগম অকথ্য ভাষিায় গালিগালাজ করে মামলার বাদীনি হামিদা খাতুন এর প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে সংর্ঘবদ্ধদলরা মারপিঠ করে বাড়ি ঘরে তান্ডব চালায় । হামিদা খাতুন বলেন লিজু নামের এক নারী আমাদের ঘরে আগুনে দেয়ার চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমাদের বাড়ির পাশে যাওয়ার সময় আমাদের খড়ে আগুন লাগিয়ে চলে যায়, আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্র করেন। আমরা থানায় অভিযোগ দেয়ায় বেপরোয়া হয়ে ওঠেছে তরা। ইদানিং রাজু গংরা হুমকি দিচ্ছে মামলা তুলিয়া নিতে আমরা নিরাপত্তাহীনতয় ভূগছি। এঘটনায় উত্তেজনা বিরাজ করছে ফের সংঘর্ষের আশংকা।
Leave a Reply