স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের দোয়াখানী গ্রামে। নিহত ব্যক্তি নওশাদ মিয়া (৫০) উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন এর কিম্মত আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ আহমিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, নিহত নওশাদ মিয়া ও তার ছোট ভাই জুহেদ মিয়ার সঙ্গেঁ দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই জুহেদ মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই নওশাদ মিয়াকে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথেই নওশাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশ পাশের লোকজনের সহায়তায় তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইতিমধ্যে খুনি জুহেদ মিয়ার স্ত্রী আহমিনা আক্তারকে আটক করা হয়েছে। তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের সুত্রপাত। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
Leave a Reply