নুর উদ্দিন সুমন ॥ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি সেঁজেছে অপরূপ সাঁজে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে চুনারুঘাট ঐহিত্যবাহী সরকারী কলেজ। বাসন্তি সাঁজে সেঁজে নাচ, গান, এতে অংশগ্রহন করে আদিবাসী কিশোরী , নারী চা- শ্রমিকেরা। কলেজে নাচ গানসহ নানা আয়োজনে বসন্ত বরণ করেছে চুনারুঘাট সরকারী কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০ টায় সরকারী কলেজের মঞ্চে বসন্ত উৎসবের উদ্ধোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে মঞ্চ মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগতরা বসন্তের রঙে মনটাকে রাঙিয়ে আগামী দিনে পথ চলতে চায়। তারা বাসন্তি রঙে জীবনটাকে রঙ্গিন করতে চায়। কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল বলেন, শিক্ষার্থীরা তাদের বিনোদনের জন্য কলেজে বসন্ত উৎসব আয়োজন একটি ঐহিত্য। মূলত এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়। তারা আগামী দিনে পড়াশোনায় আরও মনযোগী হওয়ার পাশাপাশি সু-মানুষ হিসেবে গড়ে উঠেতে পারে সেজন্যই এই আয়োজন করার কথা জানান কলেজ অধ্যক্ষ। অনুষ্ঠানে বসন্ত উৎসব কমিটির আহবায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে ইংরেজি শিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হারুন মিয়া, বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইমরুল কবীর, শিক্ষক পরিষদের সম্পাদক শেখ আরশাদ আহমেদ মিনহাদ, সাংবাদিক নুর উদ্দিন সুমন প্রমুখ। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা বলেন, পুরোনো দিনের গ্লানি ভুলে নতুন করে প্রকৃতির সঙ্গে নিজেদের বদলাতে নতুন সাজে সেজেছেন তারা। পরে কলেজ মাঠ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্টান ছাড়াও কলেজ প্রাঙ্গনে বাসন্তী হলুদের আভরণে অন্য রঙগুলোও যেন বসন্তের উচ্ছ্বাসে ফেটে পড়েছে। শিক্ষক পরিষদের সম্পাদক শেখ আরশাদ আহমেদ মিনহাদ বলেন ঋতুতে নয় বসন্ত হচ্ছে মনে, মনের বসন্তে জাগ্রত থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হবে, ঋতুর সঙ্গে মানুষের মনের রঙ্গও বদলায়, এসব উৎসবের মাঝে মানবতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে ছিলেন চুনারুঘাট থানার এসআই মহিন উদ্দিনসহ একদল পুলিশ।
Leave a Reply