স্টাফ রিপোর্টার : চুনারুঘাট মরা খোয়াই নদী জীবিত করনের কাজ এখনও চলমান। দীর্ঘদিন যাবৎ হাজী দুলাল ও তাজুল বাহার স্বেচ্ছাশ্রমে ড্রেজারের মাধ্যমে মরা নদী পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। নদীর মধ্যাংশে পৌরবাসী হাটা চলার জন্য ওয়াকওয়ে অনেকটা দৃশ্যমান অল্প কিছুদিনের মধ্যে রাস্তার কাজ পুরোপুরি সমাপ্ত হলে লাইটসহ সুন্দর্য বর্ধনের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত হাজী দুলাল। তিনি বলেন খোয়াই নদীটি ১৯৮২ সালে শহর রক্ষার জন্য স্থানাস্তরের পর এখানে আর কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বছরের পর বছর ময়লা ফেলা ও আবর্জনায় ভারট হয়ে গেছে। সর্বশেষ ২০০৫ সালে চুনারুঘাট পৌরসভা রুপান্তরিত হলে ময়লা ফেলার ¯’ান হয়ে উঠে মরা খোয়াই নদী। ১৯ ফুট পর্যন্ত ময়লা ছিল। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি হওয়ার আগে ঘোষনা দিয়েছিলেন আমি এমপি হলে প্রথমেই মরা খোয়াই নদী জীবতি করনে কাজ করবো। যেমন কথা তেমন কাজ। বিপুল ভোটে এমপি হওয়ার পরই মরা খোয়াই নদী পরিষ্কার করনের কাজ শুরু করেন। বিডি কিনের ৬শ কর্মী সহ হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে তিনি মরা খোয়াই নদী পরিষ্কার শুরু করেন। এজন্যে তিনি দেশ ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন।
Leave a Reply