নুর উদ্দিন সুমন ঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মার্কেটগুলোতে ঈদের বেচাকেনা এখনো জমে ওঠেনি। দোকানিরা বলছেন, ঈদের আগে মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা যেমন থাকার কথা তা নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের হাতে টাকাও কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ কেনাকাটা করছেন না বললেই চলে । রবিবার (২৫ জুন) দুপুরে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে রঙ-বেরঙের পোশাক। বিশেষ করে তরুণ-তরুণীদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, প্যান্ট, ফতোয়া, থ্রি-পিস, ছোটদের বিভিন্ন পোশাকে দোকানগুলো ঠাঁসা। মার্কেটে ক্রেতা সাধারণের ভিড় খুব কম। দোকানিরা দোকান ভরা মালামাল তুলে বসে আছেন ক্রেতার অপোয়। তবে, সন্ধ্যার দিকে মার্কেটে কিছুটা ক্রেতা বাড়ে । ক্রেতার সংখ্যা যেমন থাকার কথা তা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের হাতে টাকাও কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ কেনাকাটা করছেন না বললেই চলে। ক্রেতারা বলছেন, জরুরি প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে হ”েছ। সবকিছুর দামও আগের চেয়ে অনেক বেশি। আবুল কালাম নামে এক বেবি শপের মালিক বলেন, বেচাকেনা কম, আগে ঈদেও সময় ৫০ থেকে ৬০ হাজার টাকা দিনে বিক্রি হতো। আর এখন দিনে মাত্র ৮ থেকে ৯ হাজার টাকা বিক্রি হয়। এদিকে চলতি বছরের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন জিনিসের দাম বাড়ার প্রভাব পড়েছে সবেেত্র। ঈদকে সামনে রেখে পোশাকসহ বিভিন্ন পণ্যেও দাম আগেই বেড়েছে। রাসেল গার্মেন্ট মালিক ছিদ্দিকুর রহমান মাসুম, জানান, দোকানে এখনও বিক্রির তেমন কোনো আমেজ নেই, ক্রেতার আনাগোনা কম। কেউ কেউ বাজারে গিয়ে ঘুরে-ফিরে দেখছেন, আর দরদাম করে চলে যা”েছন। বিক্রিও কম হ”েছ। যদিও ক্রেতারা বলছেন, পছন্দসই জামা কাপড় কিনতে ঘুরতে হ”েছ এক দোকান থেকে আরেক দোকানে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য ব্যবসায়ীরাও একই কথা বলছেন, ঈদের আগে যে রকম ক্রেতা সমাগম মার্কেটে দেখা যেত, এখন পর্যন্ত তার ছিটেফোঁটাও নেই। তবু কাঙ্কিত কেনাবেচা না হওয়ায় কিছুটা হতাশায় ভুগছেন তারা।
Leave a Reply