স্টাফ রিপোর্টার: বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সংঘর্ষ হয়। এর মাঝে বুকে টেটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলাম অন্যান্যদের চলাচলের রাস্তায় স্যানেটারী টয়লেট বসায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে তার ভাই নুরুল ইসলাম। এক পর্যায়ে তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও শাহেনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মইনুলকে হাসপাতাল থেকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Leave a Reply