নুর উদ্দিন সুমন : উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ জেলার চুনারুঘাটে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে । এর আগে বুধবার (০৯নভেম্বর) সকালে ১০ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, কৃষি অফিসার মাহিদুল ইসলাম,মৎস্য অফিসার জাকির হোসেন, টিএইচও ডা: মোজাম্মেল হোসেন, পিআইও প্লাবন পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা দিপক কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মেলায় সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠানের স্টল মিলিয়ে ২৬ টি স্টল সরকারি এসব সংস্থার ই-সেবার বৃত্তান্ত মেলায় উপস্থাপন করা হয়। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম ২য় ৩য় ক্যাটাগরিতে সমাপনীতে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় ।
Leave a Reply