নিজস্ব প্রতিনিধি : সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে এবং সময়মত কৃষকদের মাঝে সার বিক্রয় নিশ্চিতকল্পে কৃষক সমাবেশ করা হয়। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরউদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, কৃষক লীগ নেতা মুজিবুর রহমান সহ অনেকেই ।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, বর্তমানে সারের কোন ঘাটতি নেই, যদি কেউ সরকারের ভাবমূর্তি ক্ষুন্য করার জন্য ইচ্ছাকৃতভাবে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ন্যায্য মূল্যে কৃষক পর্যায়ে সার নিশ্চিতকরণের জন্য ডিলারগণকে ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রয়, মূল্য তালিকা, এক ইউনিয়নের কৃষক যাতে অন্য ইউনিয়ন হতে সার ক্রয় না করেন সেজন্য উপস্থিত ডিলারদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। এছাড়া উপস্থিত কৃষকদের সাথে আলোচনাক্রমে রাত ৮. পর্যন্ত সার বিক্রির জন্য ডিলারদের নির্দেশ দেন। কোন ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম বলেন, চুনারুঘাটে চাহিদা অনুযায়ী সারের মজুদ রয়েছে। সারের কোন ঘাটতি নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা যাতে সার পেতে পারেন সেজন্য নিয়মিত ডিলারদের দোকান মনিটরিং, ক্যাশ মেমোর মাধ্যমে বাধ্যতামূলক সার বিক্রয়, ঘরের দৃশ্যমান জায়গায় হালনাগাদ লালশালু টাঙিয়ে রাখা, স্টক রেজিস্টার, ক্যাশ মেমোতে বাধ্যতামূলক কৃষকের মোবাইল নাম্বার সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং মনিটরিং অব্যাহত রয়েছে। কৃষক ভাইয়েরা অযথা আতংকিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত সার ক্রয় করে মজুদ না করার আহবান জানান।
Leave a Reply