নাজিম উদ্দিন সুহাগ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চুনারুঘাটের আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সহ-সভাপতি,আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন আমি নেতা নয় আমি সাধারণ একজন আওয়ামীলীগ কর্মী, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন, আমি নেত্রীর প্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই । ইনশাল্লাহ জনগণনের ভোটে আমি নির্বাচিত হব। এসময় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক অপেক্ষমান নেতা-কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার মনোনয়নপত্র জমা দেয়াকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা উপজেলা পরিষদের আশপাশে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে যুবলীগ ও ছাত্রলীগসহ কর্মীসমর্থকরা মোটরসাইকেল মহড়ায় অভ্যর্থনা জানান তাকে। আব্দুল কাদির লস্কর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর ইউনিয়নের তিনবারের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দলীয় প্রার্থী মনোনীত হওয়ায় আওয়ামী পরিবার ও সাধারণ মানুষের মাঝে আনন্দের মিলন মেলায় পরিনত হয়েছে। কর্মী সমর্থকরা জানান আমাদের নেতাকে নৌকা প্রতীকে মনোনীত করায় আমরা অনেক খুশি, আমরা নির্বাচনের দিন বিপুল ভোটের ব্যবধানে উনাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিজয়ের মালা উপহার দেব। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব শামচ্ছুজ্জামান শামীম চেয়ারম্যান, সাবেক যুবলীগের সভাপতি শেখ ইমান আলী, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী,সিনিয়র সহ সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম,সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কবির, আতাউর রহমান আজাদ, আতাউর রহমান মিলন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার সেক্রেটারী আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা রৌশন খা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,পৌর কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল যুগ্ম আহবায়ক লুবন, সদস্য ওয়াহিদুল ইসলাম এমরান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, প্রমূখ। সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ এবং উপজেলার বিভিন্ন স্তরের অনেক নেতা।
Leave a Reply