জুয়েল চৌধুরী :- হবিগঞ্জ শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যত্রতত্র টমটম। ফলে শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারছেন না। এমনকি রোগীরাও এসব টমটমের যানজটের কারণে হাসপাতালে না পৌঁছায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। পৌরসভার তালিকা অনুযায়ী হবিগঞ্জ শহরে দ্বিগুন টমটম চলাচল করছে। টমটমের কারণে কোনো গাড়ি মোটর সাইকেল চালানো সম্ভব হচ্ছে না। দুই পাশে সারি সারি করে চলাচল করছে। দেখে বুঝা যায় এ যেনো তারা রাস্তার রাজা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পদক্ষেপ নিচ্ছেন না। আর যাও দুই একটা পদক্ষেপ নেয়া হয় এবং আটক করা হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালীদের চাপে এসব টমটম ছেড়ে দিতে হয়। তাছাড়া অদক্ষ আর শিশু চালকদের কারণে দূর্ঘটনা ঘটছে। আবার অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে সদর হাসপাতালের প্রবেশ মুখে ও থানার পূর্ব পাশে টমটম পার্কিং করে ঘণ্টার পর ঘণ্টা যাত্রী উঠাতে ও নামাতে দেখা যায়। ফলে রোগীসহ বিভিন্ন লোকদের চলাচলের ব্যাঘাত ঘটে। তবে সদর থানা পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply