স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ শহরে বেড়েই চলছে টমটম চালকদের নৈরাজ্য। যেখানে পার্কিং, ওভার টেকিং, যাত্রীদের সাথে অসদাচরণ, নানা অজুজাতে অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যাত্রীদের অভিযোগ, ৫ টাকার ভাড়া এখন ১০ টাকা রাখা তাদের কাছে নিত্যনৈমিত্তকার ঘটনা হয়ে দাড়িয়েছে। কেউ ১০ টাকা দিতে না চাইলে সৃষ্টি হচ্ছে ঝামেলার। প্রতিদিনই চালকদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, পৌর এলাকার যে কোন স্থানে উঠা নামার জন্য ৫ টাকা রাখার কথা বলা হলে বাস্তবে চিত্র ভিন্ন। দিনের বেলা ১০ টাকা তো চাওয়াই হয়, রাত ১০ টার পর ১০ টাকা ছাড়া কোনো যাত্রীই তুলতে চায় না চালকরা। এ যেনো টমটম চালকদের নৈরাজ্য। বিশেষ করে মহিলাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
মহিলা যাত্রীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও এর কোনো বিহীত ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে টমটম চালকদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছে। অথচ হবিগঞ্জের প্রধান সড়ক সংস্কার হয়ে গেছে। কিন্তু ভাঙ্গাচুরা রাস্তায়ও উঠানামা ৫ টাকা ছিলো। কিন্তু এখন ১০ টাকা গুনতে হয়। আবার যাত্রীও নেয়া হয় ৬ থেকে ৮ জন। অচিরেই যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় হয়তবা তাদের লাগাম ধরা সম্ভব হবে না।
Leave a Reply