নুর উদ্দিন সুমন,হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ চালককে আটক করেছে র ্যাব-৯, সিপিসি-১,(শায়েস্তাগঞ্জ ক্যাম্প)। আটক ট্রাক চালক বাগেরহাট জেলার ফটিকহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোঃ মোস্তফা শেখ এর ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে সাগর (২৪)। র্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক এলাকা দিয়ে ট্রাক যোগে গাঁজার একটি বড় চালান ঢাকা যাবে। এমন গোপন ভিত্তিতে র্যাব-৯, (সিপিসি-১) হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে ওৎঁপেতে থাকে । পরে রাত দেড়টারদিকে ট্রাকটি অলিপুর এলাকায় এসে পৌঁছালে র্যাব ট্রাকের চারিদিকে অবস্থান নেয়। পরে চালক ট্রাকটি থামালে র্যাব প্রথমে ট্রাকের চালককে আটক করে ট্রাকটি তল্লাশি করলে পেছনের কর্ভারে রেখে যাওয়া বস্তায় বাধাঁ পলিথিন দিয়ে মোড়ানো ৯৮ কেজি গাঁজা জব্দ করেন। ট্রাকটি রাতেই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে র্যাব-৯, (সিপিসি-১) হবিগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করে। আসামি তরিকুল ইসলাম ওরফে সাগর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাছাড়া সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায়। শায়েস্তগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অজয় দেব জানান, র্যাব ট্রাক চালকের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পর আমরা আসামিকে বিকেলে আদালতের পাঠিয়েছি। জানাগেছে মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ও নজরধারী বেড়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল গ্রহণ করে থাকে ফলে র্যাবকেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন কৌশল গ্রহণ করে। ইদানিং মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।মাদকমুক্ত করতে র্যাবের এধরনের অভিযান অব্যাহত আছে বলে র্যাব ৯ জানায়।
Leave a Reply