নুর উদ্দিন সুমন : মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহুবল মডেল থানার সামন থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহুবল থানায় গিয়ে শেষ হয়। পরে থানা প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে আলোচনা সভা হয় । উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো: আসকার আলীর সভাপতিত্বে ও এসআই জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবল ইসলাম খাঁন, ইন্সপেক্টর (তদন্ত)মোঃ আলমগীর কবির,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি,মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন, মাওলানা আজিজুর রহমান মানিক, কারী দেলোয়ার হোসেন, সানশাইন মডেল হাই স্কুল এর ছাত্র রায়হান আহমেদ সহ সভায় শিক্ষক-শিক্ষীর্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,ব্যবসায়ী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাহুবল মডেল থানা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ। পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচনা অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply