নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম সহ স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গের বিরুদ্ধে গফ খঁশহধহ কযধহ নামীয় এক ব্যক্তি তার ফেইসবুক আইডিতে বিভিন্ন মানহানিকর সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এঘটনায় ১০ আগস্ট দুপুরে পাইকপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল রউফ মেম্বার হলহলিয়া এলাকার মো: লোকমান মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন লোকমান তাহার ফেইসবুক আইডি থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে মানহানিকর ও উস্কানি মুলক পোস্ট প্রদান করে আসছে। ইউপি সদস্য আব্দুল রউফ খান বলেন, গত ৭ ও ৮ আগস্ট বিভিন্ন সময়ে অপমান জনক ও উস্কানি মুলক তার ফেইসবুকে লোকমান লিখে দেশে কোন মন্ত্রী পরিষদ নেই, চিয়ারম্যন পরিষদ নেই, এবং কোন মেম্বার পরিষদ নাই। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান খুব ভাল, ওনারা খুবই ভাল, পাচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, সরকারের প্রজেক্ট মারাও ঠিক আছে। প্রজেক্ট মাইরা মাইরা পকেটে তইন। আর বছর শেষে নির্বাচন আসলে ১০ থেকে ১৫ লক্ষ টাকা এএকটা মেম্বার খরচ করেন। একজন চেয়ারম্যান ২০ থেকে ৩০ লক্ষ টাকা খরচ করে, কইরা পাশ করে আর রাস্তার কোন কাজকর্মের দরকার মনে করুইননা। কারণ ওনারা বুঝেন এইটা আমার বাপ-দাদার কিনা চেয়ার, এইডার মধ্যে আমি জাইমু টাকা দিয়া কিন্না। এমনকি লোকমান তার ফেইসবুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গকে নিয়ে বিভিন্ন সময় উস্কানি মুলক মন্তব্য করে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী আশরাফ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Leave a Reply