নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে মাস্ক না পরায় ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর অপরাধে ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষকে সচেতন করতে সন্ধ্যায় পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
এ সময় মাস্ক না পরায় ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর দায়ে ৬জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযানে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply