স্টাফ রিপোর্টার ॥ বহুপ্রতিক্ষিত চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকসের) নির্বাচন অনুষ্ঠানকল্পে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় ব্যাকস সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান মাসুদ, রেজাউল করিম মাসুক, প্রবীণ মুরুব্বি আবুল হোসেন মহালদার, আলহাজ্ব আতাহার আলী, প্রণয় কুমার পাল, ফারুক উদ্দিন চৌধুরী, মোঃ কামরুল ইসলাম, ইসমাইল হোসেন বাচ্চু, সফিউল আলম জুয়েল, মোঃ আনিছুর রহমান, মোঃ নাছির উদ্দিন, মোঃ সাজিদুর রহমান, আলহাজ্ব ইদ্রিস আলী, নুরুল ইসলাম তোতা, শেখ জামাল, আলহাজ্ব আকবর হোসেন, আব্দুল কাদির সরকার, মোঃ আজগর আলী, মোঃ দানিছ মিয়া প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় কুমার পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক প্রথমসেবার সম্পাদক, সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু, মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ। আগামী ৪৫ দিনের মধ্যে চুনারুঘাট ব্যাকসের নির্বাচন সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়া হয়। অন্যদিকে ব্যাকসের পূর্বের কমিটি বিলুপ্ত করে নির্বাচনকালীন বাজার পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভার সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারকে আহ্বায়ক ও সাজিদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আলহাজ্ব আবুল হোসেন মহালদার, সিদ্দিকুর রহমান মাসুদ, আলহাজ্ব নুরুল ইসলাম তোতা, মোঃ আজগর আলী, মাওলানা আতাহার আলী, মোঃ নাছির উদ্দিন, এডভোকেট নাজমুল ইসলাম বকুল। আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় চুনারুঘাট বাজারের সকল ব্যবসায়ী ও ভোটারদের নিয়ে সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply