চুনারুঘাট প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অলীপুর এলাকা থেকে ৮০ ঘনফুট সেগুন কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত কাঠের মূল্য আড়াই লক্ষ টাকা। এসময় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯২৬৩৯) জব্দ করা হয়। আটককৃত পাচারকারী চুনরুঘাট উপজেলার নোয়াবাদ গ্রামের আইন উল্লার ছেলে নাছির উদ্দিন (৩৫)।
বনবিভাগ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয় ও শয়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলী, নজরুল ইসলাম ও আবু মিয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলীপুরে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠসহ নাসিরকে আটক করে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সেগুন কাঠগুলো সুরমা চা বাগান থেকে চোরাই পথে পাচার করছিল বলে স্বীকার করেছে পাচারকারী নাছির। তার বিরুদ্ধে একাধীক বন মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তারা।
Leave a Reply