মাধবপুর প্রতিনিধি : ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে হবিগঞ্জ জেলার মাধবপুরে গভীর গর্ত। অতিবর্ষন ও পাহাড়িঢলে সৃষ্ট এই গর্তটি প্রাণহানীর হাতছানি। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের ছোট ছোট খানাখন্দ ভরাট করার দৃশ্য ছোখে পড়লেও মহাসড়কের মহাগর্ত মরনফাদটিতে ৯দিন যাবৎ ১টি লাল পতাকা টানিয়েই দ্বায়িত্ব শেষ করলেন সওজ ! সরজমিনে দেখা যায় গত ৮জুনের পূর্ব থেকে অত্রাঞ্চলে অতিবর্ষন ও পাহাড়ি ঢলে মাধবপুর চুনারুঘাট উপজেলার মধ্যেবর্তি সুরমা চা সংলগ্ন ব্রিজের কাছে গভীর গর্তের সৃষ্টি হয়।
গত ১৩জুন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহম্মেদ এর সাথে এ বিষয়ে মোবাইলে আলাপ করলে তিনি ইমুতে ওই গর্তের ছবি নিলেও অদ্যবদি ভরাটের কোন উদ্যোগ নেয়নি।
বৃহস্প্রতিবার সরজমিনে গিয়ে দেখা যায় ওই গর্তের পাশে দুটি বালুভর্তি বস্তার একটিতে ছোট একটি লাল পতাকা টানিয়ে রাখা হয়েছে। মহাসড়কের নিচের অংশে প্রায় ২০ফুটের এই গর্তটি ২ফুটের বাশের টুকরায় ৬ইঞ্চি লাল কাপড়ের পতাকাতেই রক্ষিত হয়ে গেল ?
Leave a Reply