হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্তের দীঘির পাড় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ও এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন- দেওরগাছ গ্রামের অলিউর রহমান অলি (৩৩) ইনাতাবাদ বাঘারুক গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সুমন মিয়া(২৮)। বিজিবি- ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস জানান, বাল্লা বিওপির মোঃ ইউসুফ আলী এর নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা বাল্লা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ভারতীয় গাঁজা, ০১ টি মোটর সাইকেল (হেলমেট সহ), ০৩ টি মোবাইল ও ৪২,৩৬৭/- নগদ টাকাসহ উল্লেখিত আসামীদেরকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। ১২জুন সন্ধায় আটক কৃতদেরকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply