শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসগর মিয়া আদালতে খুনের দায় স্বীকার করেছেন। পুলিশ রবিবার (৭ জুন) তাকে মৌলভীবাজার আদালতে হাজির করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসগর ঘটনার বিবরণ দিয়েছেন।
গত শুক্রবার (৫ জুন) উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে নিজ বাড়ি থেকে মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন বেগমের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত ইয়াসমিনের বোন জেসমিন বেগম বাদী হয়ে ইয়াসমিনের স্বামী আজগর মিয়াকে আসামি করে শ্রীমঙ্গল থানায় শনিবার (৬ জুন) দুপুরে মামলা করেন।
মামলার একমাত্র আসামি আজগর মিয়াকে শনিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে তাকে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশিকুজ্জামান আশিক বলেন, ‘শনিবার রাতে আমরা তাকে গ্রেপ্তার করি। তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তার পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান আছে। দীর্ঘদিন ধরে স্ত্রী তার মায়ের সঙ্গে আলাদা থাকেন। সন্তানদের তিনি নিজেই লালন-পালন করছিলেন। দীর্ঘদিনের একাকিত্বের যন্ত্রণার জেরে এই হত্য্যাকাণ্ড, এটা আজগর মিয়ার দাবি।’
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসগর মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তার শাশুড়ি ও স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি বেড়া ভেঙে ঘরে ঢোকেন। চুলারপাশে থাকা লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়িকে ও পরে স্ত্রীকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
Leave a Reply