বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

চুনারুঘাটে নতুন করে ১০জনসহ করোনায় আক্রান্ত ৫৪জন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৬৯ বার পঠিত

জাহাঙ্গীর আলমঃ চুনারুঘাটে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জন। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সূত্র জানায়, নতুন করে আক্রান্তের মধ্যে হয়েছেন, চুনারুঘাট মধ্য বাজারে সেতু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সুবীর পাল, দেওরগাছ গ্রামের তাহের আলী, শফিউল আলম সিদ্দিক, ফজলুল করিম, আবুল ফয়েজ মো. সাইফুল, রাণীগাঁও গ্রামের আব্দুল হালিম, রাণীগাঁও দাখিল মাদরাসার শিক্ষক জালাল উদ্দিন, ডিসিপি হাইস্কুলের সহকারী শিক্ষক বশির আহমেদ ও করোনা পজিটিভ রাজার বাজার কমিউনিটি ক্লিনিকের ডা. সিরাজ উদ্দিনের স্ত্রী শাহানেওয়াজ বেগম তার ছেলে শায়েখ শরিফ উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। ৩১ মে ও ১ জুন কভিট-১৯ নমুনা সংগ্রহ করা হয় ২৪ জনের, তার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলায় এ পর্যন্ত ৯৪০ জনের কভিট-১৯ (করোনাভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৫৪ জনের নমুনা পজিটিভ আসে।

মন্তব্য

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com