স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। স্থানীয়রদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট । তবে এর আগেই ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটির উপরে।
প্রতক্ষদর্শীরা জানান, রাতে মধ্যবাজারের কাদির মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর দু’টি ইউনিট কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছায়।
তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কয়েকজন আঘাতপ্রাপ্তও হয়েছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কসমেটিক্স, মোবাইল পার্টস ও ভেরাইটিজ স্টোরসহ অন্যান্য মালমাল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী হাবিবুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের সদস্যরা। কিন্তু ততক্ষণে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply