এফ এম খন্দকার মায়া,চুনারুঘাটঃ-হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে স্কুল কলেজ মাদ্রাসাসহ প্রায় দেড় হাজারো মানুষের চলাচলের প্রদান সড়কের বেহাল অবস্থা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ কে উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনোও এই রাস্তায় লাগেনি পাঁকা করনের ছোঁয়া। হতাশা আর নিরাশায় ভোগছেন এলাকাবাসী।এ নিয়ে তারুণ্যের প্রতিনিধি ও ইউনিয়ন মাদক বিরোধী শক্তি সামাজিক সংস্থার সভাপতি কায়কোবাদ জানান এ রাস্তাটি শানখলা মোল্লাবাড়ি হইতে লালচান্দ চা বাগান হয়ে সুতাং নদীর সুইচগেইডের দিকে গেছে। যার বিভিন্ন স্থানে ছোট হলেও ব্রীজ খুব প্রয়োজন। এই রাস্তা দিয়ে প্রায় ৪/৫ গ্রামের দেড়হাজারের বেশী মানুষের যাতায়াত করে।বিশেষ করে স্কুল,কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের পারাপারের ব্যাপক অসুবিধা হয়।কিন্তু স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় সবাই আসেন।এবং বিভিন্ন আশার বানী শুনান।কিন্ত নির্বাচন চলে আর কারও খোঁজখবর পাওয়াই যায় না। তাই আপনাদের লেখনির মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সুদৃষ্টি কামনা করি।
Leave a Reply