সেবা ডেস্ক ঃ-গাজীপুর শ্রীপুরে স্বামী রফিকুল ইসলাম ইসলামকে (৩০) হত্যা পর লাশ গুম করার জন্য দেহ ছয় টুকরো করেন স্ত্রী জীবন্নাহার (২৫)। গ্রেপ্তার জীবন্নাহার পুলিশের কাছে স্বামী খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘রফিকুল ইসলামের সঙ্গে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামের চানমিয়ার দ্বিতীয় মেয়ে জীবন্নাহারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের মারিয়া আক্তার রোজা (৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর যাবৎ শ্রীপুরের গড়গরিয়া মাস্টারবাড়ি গিলারচালা আব্দুল হাইয়ের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থেকে পৌর এলাকার হাউ আর ইউ কারখানার লোডার এবং জীবন্নাহার মেঘনা কম্পোজিট লিমিটেডে সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একই জেরে বৃহস্পতিবার ভোরে জীবন্নাহারকে থাপ্পর মারেন তার স্বামী।এক পর্যায়ে স্বামীর ওপর আক্রোশ জমে তার মনে। ফের ঝগড়া হলে সেই আক্রোশের বশবর্তী হয়ে স্বামীকে হত্যা করেন।
Leave a Reply