নিজস্ব প্রতিনিধিঃ জেলার চুনারুঘাট থানা-পুলিশের অভিযানে ১৯কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি আটক করেছে পুলিশ। এসময় তার সহযোগী পালিয়ে যায়।
(৪এপ্রিল) রাতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামের ফটিক মিয়া ঘরে অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, শেখ আলী আজহার, এএসআই বাতেন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি ফুল মিয়াকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে ২বস্তায় ১৯কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১লাখ ৯০হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ি ফুল মিয়া (৪০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত অনু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ফটিক মিয়ার ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি সহ ১৯কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই ঘরে কয়েকজন মিলে গাঁজা প্যাকেট করছিল। চুনারুঘাট পুলিশের টিম ফুল মিয়াকে আটক করলেও ফটিক মিয়া পালিয়ে যায়। এছাড়াও ২জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply