স্টাফ রিপোর্টার :
সারা বিশ্বে মহামারী(Covid -2019) নোভেল করোনা ভাইরাসের আক্রমণ। এই ভাইরাস অনেক মানুষের তাজা প্রাণ কেড়ে নিয়েছে,,। আক্রান্তও হয়েছে অনেক,,। মহামারী করোনা আক্রমণ ঠেকাতে সারা দেশে লকডাউনে,,। তারপরও চা শ্রমিকরা চা বাগানে কর্মরত,,। চা শ্রমিকরা বুঝে না করোনা কী? বেশি লোক সমাগমে শ্রমিকরা কাজ কর যাচ্ছেন ,,। যে কারণে চা বাগান গুলিতে করোনা ঝুঁকি রয়েছে বেশি,,। তাই চা শ্রমিকদের দাবি বাগানে তাদের পারিশ্রমিক সহ ছুটি দেওয়া। পারিশ্রমিক ও ছুটির দাবি জানিয়ে ৫ই এপ্রিল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে “(চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ)”এর অফিসিয়াল ফেইসবুক পেইজে উল্লেখ করেছেন – স্থায়ী ও অস্থায়ী চা শ্রমিক প্রায় ১.৫ লক্ষ। ৩টি ক্যাটাগরিতে ( এবিসি ) আলাদা আলাদা বেতন দিয়ে থাকেন। জন প্রতি ১০২ টাকা। ৩টি ক্যাটাগরি মজুরি ১শত দুই টাকা। সেই হিসাবে দেড় লক্ষ চা শ্রমিকের একদিনের মজুরি হবে ১.৫ লক্ষ ১০০=১.৫ কোটি টাকা অর্থাৎ দেড় কোটি টাকা। ১৪দিনে ২ সপ্তাহে ১.৫ কোটি ১৪= ২১ কোটি টাকা মজুরি। এবিষয়ে “(চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ)” এর সংগঠক সঞ্জয় কান্ত দাস,অধীর বাউরী,ও শান্ত বাউরী প্রথম সেবাকে নিশ্চিত করে জানিয়েছে, চা বাগান মালিক কর্তৃপক্ষ ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রনোদনা প্যকেজ ঘোষণা করেছেন। সেই হিসাবে চা শ্রমিক ও চা শিল্প রক্ষায় ২ সপ্তাহের জন্য পারিশ্রমিক সহ ছুটি কী মালিক কর্তৃপক্ষ দিতে পারে না ?
মহামারী(Covid -2019) নোভেল করোনা ভাইরাস যতদিন চলবে ততদিন চা বাগান বন্ধ রেখে চা শ্রমিকদের পারিশ্রমিক সহ ছুটি দেওয়ার আহবান জানিয়েছেন।
Leave a Reply