বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পুরাতন গরুবাজারে সমাজসেবক হাবিবুর রহমান মানিক নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারে চাল,ডাল,তৈল,পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়া, এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে বিভিন্ন মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন।
এসময় হাবিবুর রহমান মানিক ঘরে থাকা সবাইকে সচেতন থাকার আহবান জানান।সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ দেন,
তিনি সবাইকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
সমাজসেবক হাবিবুর রহমান মানিক আরো জানান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। প্রতিদিনই তিনি পর্যায়ক্রমে মাধবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এর আগে সকালে তিনি মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন।
এসময় খাদ্যসামগ্রী দেয়ার সংঙ্গে ছিলেন, হাজী ফিরোজ মিয়া, যুব নেতা মশিউর রহমান মুর্শেদ,শেখ ইমন,এমদাদুল হক সুজন,আল জুমান, লিটন মিয়া প্রমূখ।
উল্লেখ্য, মাধবপুর পৌরসভায় গত ৩১ মার্চ থেকে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সুবিদাবঞ্চিত মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছিল ও গত ১ মার্চ পৌর ৮,৯ ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক মানিক।
Leave a Reply