শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে অবস্থিত রেমা চা-বাগানের শতাধিক চা-শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম।
মঙ্গলবার(৩১ মার্চ) দুপুরে জেলার দূরবর্তী দক্ষিন সীমান্তবর্তী এলাকায় উল্লেখিত বাগানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের প্রায় ২’শ টি দেশে ছড়িয়ে পড়েছে।এর ছোবল থেকে রেহাই পায়নি বাংলাদেশও। করোনাভাইরাসের কারণে দেশ যখন অঘোষিত লকডাউন,করোনার থাবা থেকে বাঁচতে দেশের মানুষ যখন গৃহবন্দী,হতদরিদ্র অসহায় দিনমজুরেরা যখন ঘরে বসে ক্ষুধার জ্বালায় প্রায় দিশেহারা,ঠিক সেই সময়-ই তাদের মুখে অন্ন তুলে দিলেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ উল্ল্যাহ।
তিনি বলেন,অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদের পাশে দাঁড়ানোর সময় এখন-ই।
পর্যাপ্ত অর্থ-বিত্ত দিয়ে কি হবে, যদি পাশের মানুষটি অনাহারে দিনাতিপাত করে।
তিনি সবাইকে বার বার সামাজিক দূরত্ব বজায় ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেছেন।আতঙ্ক নয়,করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন হতে বলেছেন।বিশেষ করে সবাইকে ঘরে থাকার কথা বলেছেন।জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে বারন করেছেন।তিনি অসহায়,ও দরিদ্রের পাশে দাড়াতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার দক্ষ অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক,ওসি (তদন্ত)চম্পক দাম ,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল,সাবেক সভাপতি শাকিল চৌধুরী ,টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমূখ।
Leave a Reply