শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার এএসপি মো. আব্দুল খালেক ।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সুশাসন সিএনজি পাম্প এর উত্তর পাশে শাকাওয়াত ডেন্টিং ওয়ার্কশপের সামন থেকে ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. হাকিম মিয়া (৩৫), পিতা-মৃত আলফাজ মিয়া, সাং- মজলিশপুর (আমিরপাড়া), থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Leave a Reply