শেখ মোঃ হারুনুর রশিদ।। চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ফয়সল মিয়ার মোটর সাইকেল ওয়ার্কসপে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে।২ মার্চ (সোমবার) বিকাল ৩ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে ধারনা করেছেন ওয়ার্কসপ মালিকসহ স্থানীয়রা।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এসময় চুনারুঘাট থানার এএসআই শরীফের নেতৃত্বে একদল পুলিশ দমকল বাহিনীকে সহযোগিতা করেন। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া ঘরের ক্ষতিপুরণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ বলেন দেড় থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।কিন্তু ওয়ার্কসপ মালিকসহ স্থানীয়রা জানান,ওয়ার্কসপে থাকা ১ টি পালসার,১ প্রিডম ও ১টি রানারসহ ৩ টি মোটর সাইকেল পুড়েছে।এবং টিন সেটের ঘরসহ পুড়ে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকার।
Leave a Reply