শেখ মোঃ হারুনুর রশিদ।। ভারতের দিল্লিতে মসজিদ ভাংচুর ও মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) বাদ জুম’আ চুনারুঘাট সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা আজিজুল হক চৌধুরী।সংঘটনের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা জহুর আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী,অধ্যাপক আব্দুল করিম, মাওলানা আশিকুর রহমান, হাজেফ মাওলানা মাহমুদুল হাসান সাদী, নোমান আহমদ,ফরিদ আহমেদ প্রমুখ।এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন হাজারো তৌহিদী জনতা।
উল্লেখ্য,দিল্লিতে মসজিদ ভাংচুর, মুসলামানদের উপর নির্যাতন ও নির্মম ভাবে হত্যা ও নরেন্দ্র মোদির ঘৃণ্য ও অমানুষিক কার্যকলাপের প্রতি তিব্র নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের কাছে বিচারের দাবী জানিয়েছেন বক্তারা ।
Leave a Reply