নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুরে, র্যাব, পুলিশ বিজিবির পৃথক অভিযানে পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করা হয় । আজ শুক্রবার ও বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব, পুলিশসহ বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় রুপী ফেনসিডিল, গাঁজাসহ আসামীদেরকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেন ।
র্যাবের অভিযান : চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ জসিম (৩৮), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার গাজীপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। র্যাব-জানায়, উপজেলার শাহ গাজী কালুর গেইটের অদুরে একজন ব্যক্তি মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
পুলিশের অভিযান: এদিকে চুনারুঘাট থানার এসআই হেলাল জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক জসিম (২০)নামের ব্যক্তিকে আটক করা হয় আটক জসিম উপজেলার গাভীগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে ।
বিজিবির অভিযান: চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ২নং আহম্মদাবাদ ইউনিয়নের খাসপাড়া কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় রুপী ও ২টি দুই রুপী মানের মুল্যমানের কয়েনসহ ৫জনকে গ্রেফতার করেছে চিমটিবিল বিওপির সদস্যরা। উদ্ধারকৃত রুপীর পরিমান ভারতীয় ১ হাজার চার রুপী। আটক কৃতরা হল উপজেলার আমু চাবাগান এলাকার অহিরবরের ছেলে শ্রী অসিত মুন্ডা,(২৫) ,একই এলাকার মর্তি মাঝির ছেলে শ্রী টুটুল মাঝির ছেলে (৩২) , কালিশিরি গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মিজান মিয়া (৩২) একই গ্রামের মৃত ছেরাগ আলীর ছেলে আবুল কাসেম (২৯), ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬) । বিজিবির চিমটিবিল বিওপির হাবিলদার মহসীন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদরেকে আটক করেছি। অবৈধভাবে ভারতীয় মুদ্রা বাংলাদেশে আনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক কৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। আসামীদের বাড়ী ভারত সীমান্ত এলাকায় তারা একে অপরের সহযোগী। চক্রটি বিভিন্ন অপকর্মের সাথে সীমান্তের যোগ সাজস রয়েছে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, সকল ইউনিটের সংশ্লিষ্ট ধারায় মামালা দায়ের পর আটক সকল আসামীদের শুক্রবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর: অপরদিকে মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা তেলিয়াপাড়ায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নায়েক মো. আবুল হাসেমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে চুন্দন (৩৫) নামে এক যুবককে ৩ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। চুন্দন উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা শিবুর ছেলে। (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৯৫০ টাকা। আসামী ও মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply