নুর উদ্দিন সুমন :হবিগঞ্জের চুনারুঘাটে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশের তিন এসআইকে মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে বরণ করলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। বুধবার বিকেলে থানায় উপজেলা থেকে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৮ তম ব্যাচের ৩ জন এসআইকে বরণ করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন দক্ষিণ পাকুড়িয়ার মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম, বগাডুবি গ্রামের বাদল দেবনাথের ছেলে রাহুল দেবনাথ, উলুকান্দি গ্রামের মোক্তার হোসেনের মেয়ে রুমিন আক্তার। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এর সঞ্চালনায় থানার ওসি শেখ নাজমুল হক সদ্য পুলিশে যোগদানকারী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্য দেন। এসময় থানার ওসি নাজমুল হক পুলিশ সদস্যদের বলেন, তোমাদের হাতে রয়েছে অফুরন্ত সুযোগ। আর এ সুযোগ কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়বে দেশ-মাতৃকার সেবায়। মনে রাখবে, তোমাদের ওপর দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্বভার তুলে দিয়েছে সরকার। আর তোমরা যদি সততার সাথে কাজ করো তাহলে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবে। একসময় তোমরা আরো বড় অফিসার হতে পারবে। কখনো অন্যায়ের সাথে আপস করো না।এসময় উপস্থিত ছিলেন, পিবিআই ইন্সপেক্টর মো: ফরিদুল, এসআই শহীদুলসহ নব্য নিয়োগপ্রাপ্তদের অভিভাবকরা।
Leave a Reply