নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে এক চা শ্রমিককে পিঠিযে হত্যার অভিযোগে দুই চা শ্রমিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত ৩টায়। স্থানীয়রা জানায়. উপজেলার সাতছড়ি চা বাগানের ১৩নং সেকশনের সাধুপাড়ার মৃত ভাগবত সাওতালের ছেলে খোকন সাওতাল (৩০) ঐদিন রাতে মদ খেয়ে মাতলামি করছিল। এসময় একই এলাকার বুধু মালের ছেলে রাজেশ মাল (২০) ও পরেশ ভৌমিকের ছেলে কার্তিক ভৌমিক (১৯) তাকে ধরে হাত পা বেধে মারধোর করে এক পর্যায়ে গাছের সাথে বেধে রাখে। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে রাত প্রায় সাড়ে ৩টার দিকে তাকে তুলে দেওয়া হয় সাতছড়ি চা-বাগান অফিসে। সেখানেই সে মারা যায়। খবর পেয়ে (১৬ ফেব্রুয়ারি ) রবিবার সকালে চুনারুঘাট থানা পুলিশ এসআই হাবিব ও এসআই সসম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এসময় পুলিশ রাজেশ মাল ও কার্তিক ভৌমিককে আকট করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চুনারুঘাট থানায় নিহত খোকন সাওতালের স্ত্রী সীমা সাওতাল বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা করেন । আটক রাজেশ ও কার্তিক জানায়, সে মদ খেয়ে মাতলমী করায় তাকে আটক করে চরতাপ্পর
দিয়েছে এতে মৃত্যু হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ বলেছে সুরত হাল রিপোর্টে নিহতর শরীরে আঘাত রয়েছে। ময়নাতদেন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আজ সোমবার সকালে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply