নিউজ ডেস্ক।। দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পরেও প্রবাসে যে’কটি সামাজিক সংস্কৃতিক সংগঠন সুনামের সাথে বাংলাদেশের সংস্কৃতি প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরতে আপ্রাণ চেষ্টায় অনবরত কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম সৌদি আরবের জেদ্দাস্থ চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন।
শুধু সৌদি আরবেই নয় বাংলাদেশের প্রাকৃতিক সমস্যায় সংগঠনের পক্ষ থেকে সহায়তার হাত প্রসারিত করে আসছে এই সংগঠনটি।
সম্প্রতি উমরাহ পালন করতে আসা বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন কে সংবর্ধনা দিয়েছে সামাজিক এই সংগঠনটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রথম সেবা টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও চুনারুঘাট(হবিগঞ্জ) প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।
জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রথম সেবা টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও চুনারুঘাট(হবিগঞ্জ) প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।জেদ্দার রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোশতাক আহমেদ, টিপু আহমেদ,সাইদুর রহমান সাইদ, সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আগত চুনারুঘাট প্রবাসীরা।
Leave a Reply