নুর উদ্দিন সুমন: গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনসহ একাধিক সাফল্য অর্জন করায় দ্বিতীয় বারের মত আইজিপি পুরুষ্কার পাচেছন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহামেদ। শুক্রবার ঢাকা পুলিশ হেড কোয়াটার্স থেকে এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
জেলার গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, ডাকাত গ্রেফতার, পুলিশের ভাবমূর্তি উন্নত করা , পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতার কারনে তিনি দ্বিতীয় বারের মত এ পুরুষ্কার পাচ্ছেন।
আগামী রোববার রাজারবাগ পুলিশ লাইনে এ পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। এসএম রাজু আহমেদ ৩১তম বিসিএস এ উত্তীর্ণ বিসিএস ক্যাডার। তিনি হবিগঞ্জ যোগদান করার পর থেকেই অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনেও তিনি সততা ও নিষ্ঠার সাথে চমৎকার মানুষ হিসেবে খ্যাত হবিগঞ্জ জেলার প্রত্যেক মানুষের কাছে। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বাবা-মাকে নিয়েই রাজু আহমেদের পরিবার।
Leave a Reply