মাধবপুর প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের ফতেহগাজী মাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, স্থানীয় লোকজন মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
তিনি জানান, রাতে কোন এক সময় মহাসড়কের পাশে সে মারা গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে পাগল। হয়তো কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার গায়ে রক্তের দাগ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
Leave a Reply