মাধবপুর প্রতিনিধিঃ বোরকা পরে শরীর সঙ্গে গাঁজা বেধে অভিনব পন্তায় গাঁজা পাচার করতে গিয়ে ২ নারী গ্রেফতার হয়েছে। মাধবপুর থানা পুলিশ সোমবার সন্ধ্যায় মাধবপুর সদর বাসষ্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হল পটুয়াখালি জেলার দশমিনা থানার দক্ষিন দাশপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী জ্যোৎসা বেগম (২০) ও ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার সাজের চড় গ্রামের মৃত রহিছ উদ্দিনের স্ত্রী সুমি বেগম (১৯)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন একদল নারী পুলিশ নিয়ে বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বোরকা পরিহিত দুই নারীকে আটক করে। পরে নারী পুলিশরা দুই মহিলাকে তল্লাশী করে বডি ফিটিং অবস্থায় জ্যোসৎ বেগমের শরীর থেকে ২ কেজি গাঁজা ও সুমি বেগমের ভ্যানেটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হচেছ।
Leave a Reply