জুবায়ের আহমদ বাহুবল ঃ বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দি নামক স্থানে সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছে, গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (১২ই সেপ্টেম্বর) রাত ৮টার দিকে। জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী বাজার থেকে যাত্রী নিয়ে বাহুবল সদরের উদ্দেশ্যে রওয়ানা হন সিএনজি চালক জবরু মিয়া, তিনি উপজেলার মুগকান্দী নামক স্থানে আসা মাত্রই দ্রুতগ্রামী একটি গাড়ী সিএনজিকে চাপা দিলে রাস্তার পাশে লাইট বন্ধ অবস্থায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজির যাত্রী, বাহুবল উপজেলার গুগলপুর গ্রামের মৃত নিলু দাসের ছেলে দিবাকর দাস(৪৮), আশাতলা গ্রামের কদ্দুস মিয়ার ছেলে লিটন আহমেদ (১৮) ও আদিত্যপুর গ্রামের টেনু মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৫) গুরুতর আহত হন, আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লায়লা কামরুন হৃদয়কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দিবাকর দাস ও লিটন আহমেদ এর অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তার জানায় দিবাকর দাসের মাথার ডান পাশে বড় আঘাত রয়েছে তার একটি চোখেও হারনোর সম্ভবনা বেশি।
Leave a Reply