ডেস্ক রিপোর্টঃ পুলিশের অতিরিক্ত আইজিপি পদে (চলতি দায়িত্ব) তিনজন এবং ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সুনামগঞ্জের শাল্লার কৃতি সন্তান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বর্তমানে সিআইডি প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। পদোন্নতিপ্রাপ্ত অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি-চলতি দায়িত্ব) শেখ মোহাম্মদ মারুফ হাসান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বিশ্বাস আফজাল হোসেন এবং একই ইউনিটের ডিআইজি মাহবুব হোসেন।
সুত্রঃ সিলেটের ডাক
Leave a Reply