তোমারও কি এমন হয়,
তোমারও কি খুব নিশিথে আচমকা ঘুম ভাঙে
আড়মোড়া দিয়ে জেগে উঠে নীলাভ কষ্টগুলো
স্যাঁতস্যাঁতে বালিশের নালিশে বিছানায় বেদনা লুটায়?
তোমারও কি এমন হয়,
নিগূঢ় অন্ধকার ভেদ করে উঁকি দেয় কি বিষাদ বৃক্ষ,
ডালাপালা আর পাতায় পাতায় বাজে কি দুঃখের গান,
তুমিও কি ছটফট করো নির্ভেজাল মুক্তির আশায়?
আচ্ছা, তোমারও কি এমন হয়,
জানালার পাশের হাসনাহেনার মোহনীয় ঘ্রাণে আহত হও,
উচ্ছিষ্ট আবর্জনার মতো মনে হয় সব ফুলের সুবাস
তুমিও কি আজকাল ফুল দেখলেই নাকটা চেপে ধরো?
বলো তো- তোমারও কি এমন হয়,
কোকিলের কুহুতান,শেষ বিকেলের কমলা রোদ্দুর
দখিনা বাতাস,ধান ক্ষেতে শীষগুলোর ছান্দসিক নাচ
প্রজাপতির রঙিন পাখা- তোমাকে জ্বালাতন করে?
তোমারও কি এমন হয়,
শীতলক্ষ্যার শান্ত জল,কদমতলার মায়ার ছায়া
নাওরি নাওয়ের বৈঠার ছলাৎ শব্দ,পানকৌড়ির ডুব
তোমাকেও কি চিমটি কাটে;রক্তাক্ত করে গোপনে?
তোমারও কি এমন হয়,
এই অঝোর শ্রাবণধারা তোমার চোখে বিষ ঢালে?
জোছনার আলোয় চোখ অন্ধ হয়ে আসে
তোমারও কি প্রিয় আবৃত্তি বিদঘুটে লাগে?
তোমারও কি এমন হয়,
আমাকে ভুলতে গিয়েও ভুল করে মনে পড়ে
অভিমানের সূক্ষ্ম আঁচড়ে হৃদয়ে রক্ত ঝরে,
হাউমাউ করে কাঁদো,টিকটিকি উপহাস করে?
আমার ঠিক এমনই হয়
তোমার শূন্যতায় বেঁচে থাকাটা অহেতুক মনে হয়
আগাছার মতো আমায় আঁকড়ে ধরে নিবিড় বিষাদ
অযুত শতাব্দীর বুকে আমার কষ্টের বিশুদ্ধ নিনাদ।
_____________________________________________
তারিখঃ ২২ মে,২০১৯ খ্রি.
উত্তর বাজার,
চুনারুঘাট, হবিগঞ্জ।
Leave a Reply