মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত ভারতে বাংলাদেশের সম্ভাবনা দেখেন হবিগঞ্জের জাকের আলী হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ॥ দেশের শুধু ব্যাংক লুট হয়নি শিক্ষা ব্যবস্থাও লুট হয়ে গেছে জনতার উপর হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত বন্যায় হবিগঞ্জে ১৬৯ কিলোমিটার রাস্তা ও ৬টি ব্রীজ ক্ষতিগ্রস্থ ॥ মেরামত করতে খরচ হবে ১৪১ কোটি ৪৬ লাখ টাকা হবিগঞ্জ মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ কার্যালয়ে তালা

দাঙ্গা ও মাদকমুক্ত করবো নবাগত সার্কেল এএসপি নাজিম উদ্দিন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ চুনারুঘাট।। হবিগঞ্জের মাধবপুর সার্কেল সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় থানা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওসি (তদন্ত) আলী আশরাফ এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম । শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুল হক নাসির, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সদ্য যোগদানকৃত নবাগত (মাধবপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, এসআই সজিব দেব রায়, এএসআই শরীফ, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি নুর উদ্দিন সুমন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর চৌধুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,সেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক সরকার,আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালাম তালুকদার,সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ,সাজিদুল ইসলাম, নবাগত সার্কেল নাজিম উদ্দিন বলেন চুনারুঘাটের “দাঙ্গা ও মাদকমুক্ত করবো, আমি যদিও চুনারুঘাটের দায়িত্বে কখনও ছিলাম না তবুও চুনারুঘাট সম্পর্কে আমার অনেক ধারণা আছে।এই উপজেলায় ভারত সীমান্তপথ হওয়ায় দাঙ্গাবাজ ও মাদকের ছড়াছড়ি খুবই বেশি। দাঙ্গাবাজরা সামান্য কোন বিষয়ে উত্তেজিত হয়ে তাদের দলবল নিয়ে অহেতুক সংঘর্ষে জড়িয়ে পড়ে। যেকারণে খুন-খারাপি সহ বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ। তিনি আরও বলেছেন,চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মাত্রাতিরিক্ত মাদকের ছড়াছড়ি অনেকটাই নির্মুল করতে সক্ষম হয়েছেন।তিনি বলেন চোর,ডাকাত,সন্ত্রাস,ধর্ষন সহ সকল অপরাধের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যাতে করে চুনারুঘাট উপজেলাবাসী দরজা খুলে রাতে ঘুমাতে পারে। এদিকে নব্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ সকলের নিকট দোয়া চেয়ে বলেন, ভাল অফিসার হতে পারিনি দোয়া করবেন অন্তত ভাল একজন মানুষ যেন হতে পারি।এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য,সাবেক সহকারী পুলিশ কমিশনার(মাধবপুর সার্কেল)এসএম রাজুও আহমেদ পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন এবং নবাগত (মাধবপুর সার্কেল)হিসেবে নাজিম উদ্দিন যোগদান করায় একজনকে বিদায় জানানো ও অন্যজনকে বরণ করা হয়েছে এবং থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে নৈশভোজ করানো শেষে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com